• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৯:৫৪ পিএম
বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সোমবার (২১ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলপুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. রকিবুল হাসান, বান্দরবান জেলার রুমা উপজেলা বিএনপির সভাপতি জিং সমলিয়ান বম ও রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইদুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

Link copied!